Space- A Foundation for Peace & care | Contact: +8801717296482

Share your feelings and care yourself

মানসিক স্বাস্থ্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সবচেয়ে অবহেলিত বিষয়। আমরা আমাদের আবেগ,অনুভুতিগুলো যেমন বলার জায়গা পাইনা তেমনি মানুষও পাইনা। মনের কথাকে সবসময়ই অপ্রয়োজনীয় বলে চিন্তা করা হয়। কিন্তু মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, অস্থির হয়, ভয় পায় তার মনের কথাগুলো বলতে না পারার জন্যই। স্পেস ফাউন্ডেশন তাই এবার মনের কথা শোনার আয়োজন করতে যাচ্ছে। আমাদের দেশে দলগতভাবে মনের কথা বলার ও শোনার আয়োজন খুব একটা হয় না। এবারে আমরা তাই আয়োজন করতে যাচ্ছি গ্রুপ শেয়ারিং এর। আমরা একে অন্যের কথা শুনবো এবং বলবো। আর এই সেশনটি পরিচালনা করবেন মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক Munmun Reefat।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *